২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:৫৭:৩৮ পূর্বাহ্ন


‘মৃত্যু গুজব’ নিয়ে ক্ষুব্ধ হানিফ সংকেত যা বললেন
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
‘মৃত্যু গুজব’ নিয়ে ক্ষুব্ধ হানিফ সংকেত যা বললেন হানিফ সংকেত। ফাইল ফটো


মঙ্গলবার রাত থেকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়।

যা নিয়ে বিরক্ত ও বিব্রত গুণী এই মিডিয়া ব্যক্তিত্ব। বুধবার হানিফ সংকেত বলেন, ‘আমি সুস্থ আছি। দুর্ঘটনার শিকার হইনি।’

এ সময় তিনি বলেন, যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে এমন ন্যাক্কারজনক একটি ঘটনার জন্ম দিলেন, তাদের এমন আচরণে আমি বিরক্ত। তারা জানে না, এমন সংবাদ ছড়ানোর কারণে একটি পরিবারকে কেমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কেমন নেতিবাচক প্রভাব পড়ে, সেটা গুজবকারীরা জানে না। এমন কাণ্ডে আমি যারপরনাই ক্ষুব্ধ।

আইনি পদক্ষেপ নিয়ে হানিফ সংকেত বলেন, এরইমধ্যে বিষয়টি পুলিশের সাইবার অপরাধ দমনকে বিভাগকে জানিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়াও আমি বলবো, এমন গুজবকারীদের বিরুদ্ধে আমাদের নিজেদেরও প্রতিবাদ করতে হবে, সোচ্চার থাকতে হবে। এমন ন্যাক্কারজনক ঘটনা নতুন নয়, যারা এমন গুজব ছড়ায় তাদের চিহ্নিত করতে হবে।

এমন ঘটনার পর গণমাধ্যম, শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে যারাই খোঁজ খবর নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান হানিফ সংকেত।

রাজশাহীর সময়/এমজেড