২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৬:৫৪ অপরাহ্ন


৩০ পেরোনোর পর প্রত্যেক মহিলার যে কাজগুলো করা উচিত
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৫-২০২২
৩০ পেরোনোর পর প্রত্যেক মহিলার যে কাজগুলো করা উচিত ফাইল ফটো


নারীরা তাদের কর্মজীবনে নিরলসভাবে কাজ করে যান। তাদের উপার্জিত অর্থ একসময়ে যেয়ে সঞ্চয় শুরু করেন। তবে এই অর্থও যে তাদের প্রয়োজনীয় হতে পারে সে বিষয়টা ভুলে যান।

বিশ বছরের পর থেকে আপনি যদি সঞ্চয় শুরু করেন, তবে ত্রিশের পরে একটু বিরতি নিন। নিজেকে সময় দিন, নিজের পচ্ছন্দ হয় এমন কাজ করুন। যা করলে আপনার মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। আপনি চাইলে এই নিয়ম মেনে চলতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে সঙ্গে শরীরও সুস্থ থাকবে। চলুন তবে জেনে নেয়া যাক নিয়মগুলো সম্পর্কে-

কাজের ফাকে নিজের জন্যও কিছু সময় বের করুন। নিজের পচ্ছন্দের জায়গা থেকে কয়েকদিন ছুটি নিয়ে ঘুরে আসুন। এতে করে আপনার একঘেয়েমি দূর হবে এবং মন মানসিকতাও উন্নত হবে।

পেশাগত দক্ষ হতে অবশ্যই আপনার প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা দরকার। আপনার যদি উচ্চতর শিক্ষার ইচ্ছা থাকে তবে বিভিন্ন সেমিনার বা প্রশিক্ষণ গ্রহণ করুন।

আপনার যা শখ আছে তা পূরণ করুন। যেমন গিটার বাজানো বা পিয়ানো বাজানো। দরকার হলে কিছু সময় নিয়ে কারো কাছে প্রশিক্ষণ নিন।

স্কিনকেয়ারের জন্য আপনি যে নিয়ম মেনে চলেন আপনার ৩০ বছর বয়সে তার পরিবর্তন করুন। কারণ বয়সের সঙ্গে সঙ্গে আপনার স্কিনেও পরিবর্তন আসবে এইটা স্বাভাবিক।

ব্যস্ততার কারণে বন্ধু ও পরিবারের সদস্যদের নিশ্চয় অনেকদিন সময় দেন না। কিছু সময় বন্ধুদের সঙ্গে কাটান। হতে পারে রাতে বারবিকিউ পার্টি বা সন্ধ্যার পরের আড্ডা।

আপনার ভবিষ্যৎ সুন্দর করে তুলতে ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ করুন। হতে পারে স্বাস্থ্য বিমা, শেয়ার বাজার বা অন্য কিছু।

রাজশাহীর সময়/এএইচ