০৩ Jul ২০২২, রবিবার, ১১:৩০:১৪ পূর্বাহ্ন


একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না, ভাগ্যশ্রীকে সালমান খান
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না, ভাগ্যশ্রীকে সালমান খান একই মেয়ের প্রেমে বেশি দিন মন টেকে না, ভাগ্যশ্রীকে সালমান খান


সোমি আলি থে ক্যাটরিনা কইফ থেকে লুলিয়া ভন্তুর  তাঁর একের পর এক প্রেমিকাকে নিয়ে চর্চায় মেতেছে বলিউড। আর তার রসদ জুগিয়েছেন ‘ভাইজান’ নিজেই। কখনও ভালবাসায়, কখনও বিবাদে। এ হেন সালমান খান নাকি নিজেই কবুল করেছিলেন, একই মেয়ের প্রেমে বেশি দিন মন মজে না তাঁর!

৫৬ বছরের ‘তরুণ’ নায়ককে নিয়ে এমন নতুন তথ্য ফাঁস করেছেন তাঁর প্রথম সাড়াজাগানো ছবি ‌‘ম্যায়নে পেয়ার কিয়া’র নায়িকা! এক সাক্ষাৎকারে ভাগ্যশ্রী নিজেই প্রকাশ্যে এনেছেন সলমনের প্রেমিকাদের এমন দীর্ঘ তালিকার নেপথ্য রহস্য!

সাক্ষাৎকারে ভাগ্যশ্রী বলেন, সালমান এক বার বলেছিল, ও চায় না ভাল মেয়েরা ওর প্রেমে পড়ুক। এমন অদ্ভুত কথার কারণ জানতে চাইলে ও সোজা বলে, ‘আমি ভাল লোক নই!’ তার পরেই সালমান জানায়, ওর নাকি বেশি দিন একই মেয়ের সঙ্গে সম্পর্কে থাকতে ভাল লাগে না। কিছু দিন একসঙ্গে কাটালেই বোর হয়ে যাই। আর এমন স্বভাব যত দিন না পাল্টাতে পারব, তত দিন চাই না কেউ আমার খুব কাছাকাছি আসুক। তাই প্রেমে পড়লেও বেশি জড়াই না।’

পর্দায় দু’জনের নিষ্পাপ মুগ্ধ ছিল একাধিক প্রজন্ম। সেই ভাগ্যশ্রী অবশ্য তাঁর ‘প্রেম’-এর একাধিক প্রেমের অন্য ব্যাখ্যাও দিয়েছেন। তাঁর দাবি, সালমান নিজে মেয়েদের প্রেমে পড়েন না। বরং মেয়েরাই নাকি ভালবেসে ফেলে ‘চুলবুল পাণ্ডে’র পিছনে ছোটেন!