১৯ মার্চ ২০২৪, মঙ্গলবার, ১০:১৭:৫৬ পূর্বাহ্ন


ভারতে পাচার পাঁচ বাংলাদেশিকে তরুণীকে ফেরত
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২২
ভারতে পাচার পাঁচ বাংলাদেশিকে তরুণীকে ফেরত ভারতে পাচার পাঁচ বাংলাদেশিকে তরুণীকে ফেরত


ভারতে ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় পাচার হওয়া ৫ বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর বেনাপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (২১ মে) বিকেল ৫ টায় স্বদেশ প্রত্যাবাসন আইনে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

পরে পুলিশের কাছ থেকে আইনি সহায়তা দিতে তাদের গ্রহণ করেছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে বাংলাদেশি একটি এনজিও সংস্থা।

ফেরত আসা তরুণীরা হলেন- কিশোরগঞ্জের কুসুম আক্তার ও জেসমিন আক্তার, ঝালকাঠির সুলতানা পারভিন, পিরোজপুরের তানজিলা তন্নী ও নরসিংদির রতনা খাতুন।

বেনাপোল বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ইমিগ্রেশন ও বন্দর থানা কার্যক্রম শেষে ৫ তরুণীকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

 জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখা অফিসের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, ভালো কাজের কথা বলে দালালরা ভারতে নিয়ে নানা ঝুঁকিপূর্ণ কাজে এই তরুণীদের ব্যবহার করতো। অভিযোগ পেয়ে সেখান থেকে ভারতীয় পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করবে এনজিও সংস্থা।