২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৫:১৬:৩৩ পূর্বাহ্ন


যৌন হয়রানির অভিযোগ বিমান সেবিকার
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২২
যৌন হয়রানির অভিযোগ বিমান সেবিকার যৌন হয়রানির অভিযোগ বিমান সেবিকার


নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নিজেই মস্করা করলেন টেসলার মালিক এলন মাস্ক। তাঁর বিরুদ্ধে এক বিমান সেবিকাকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এছাড়াও বলা হয় মুখ বন্ধ রাখার জন্য টাকাও দেওয়া হয় ওই বিমান সেবিকাকে। 

এবার এই কেলেঙ্কারির নামকরণ করলেন এলন মাস্ক নিজেই। একে তিনি 'এলনগেট' নাম দেন এবং নিজেই বলেন এই নাম 'সঠিক'। 

এর আগে ২০২১ সালে টুইট করে তিনি লেখেন যদি কখনও তাঁর নামে কোনও কেলেঙ্কারির কথা ছড়ায় তাহলে যেন সেই কেলেঙ্কারিকে 'এলনগেট' নাম দেওয়া হয়।

জানা গেছে, মুখ বন্ধ রাখার জন্য ওই বিমান সেবিকাকে স্পেক্সের পক্ষ থেকে আড়াই লাখ ডলার দেওয়া হয়। রিপর্টে বলা হয়েছে এই ঘটনা ঘটে ২০১৬ সালে এবং ওই বিমান সেবিকাকে টাকা দেওয়া হয় ২০১৮ সালে। 

স্পেক্সের কর্পোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তির ভিত্তিতে কাজ করতে ওই বিমান সেবিকা। তাঁর দাবি ছিল ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং তাঁকে কুপ্রস্তাব দেন। যদিও কোর্টের বাইরে বিষয়টি মিটিয়ে নেওয়ার সময় সংস্থা তাঁকে দিয়ে নন ডিস্ক্লোজার সই করিয়ে নেয়।