০৩ Jul ২০২২, রবিবার, ১১:০৯:৪০ পূর্বাহ্ন


পরেরবারও আইপিএল খেলবেন, জানিয়ে দিলেন ধোনি
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২২
পরেরবারও আইপিএল খেলবেন, জানিয়ে দিলেন ধোনি পরেরবারও আইপিএল খেলবেন, জানিয়ে দিলেন ধোনি


পরেরবারও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলবেন, পরিষ্কার জানিয়ে দিলেন এম এস ধোনি । শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচের আগে টস করতে গিয়ে ধোনি বলে দেন, অবশ্যই আমি খেলব পরেরবছরও। কারণ এবার অবসর নিলে চেন্নাই দর্শকদের জন্য অন্যায় হবে। তবে এবার মুম্বই দর্শক আমাকে যেভাবে আপন করে নিয়েছে, সেটি ভোলার নয়।

ধোনি কি অবসর নেবেন, সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু মাহি বুঝিয়ে দিয়েছেন তিনি চেন্নাই দর্শকদের সামনেই আইপিএল থেকে অবসর নেবেন। ধোনি খেলবেন মানে তিনি দলের নেতা হিসেবেই থাকবেন, সেটিও বলে দেওয়া যায়।

গতবছরও কিংবদন্তি জানিয়েছিলেন যে তিনি সামনের বারও ফিরবেন। সেই মতো চেন্নাইয়ের জার্সিতে আইপিএল ২০২২-তে মাঠে নামেন ধোনি। নেতৃত্বে ছেড়ে দিয়ে পুনরায় ব্যাটন নিজের হাতে তুলে নেন মাহি। মরশুমের মাঝেই ইঙ্গিত দিয়েছেন, ২০২৩ মরশুমেও চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে ফিরতে পারেন। চেন্নাই দর্শকদের কথা ভেবেই তিনি নিজের সিদ্ধান্তে অবিচল থাকলেন।