২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৫:৫১:৫৩ অপরাহ্ন


বাড়ির দলিল জামানত রেখে চাকরি দেয়ার অভিযোগ ওঠেছে রুয়েটের এক শিক্ষকের বিরুদ্ধে
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২০-০৫-২০২২
বাড়ির দলিল জামানত রেখে চাকরি দেয়ার অভিযোগ ওঠেছে রুয়েটের এক শিক্ষকের বিরুদ্ধে বাড়ির দলিল জামানত রেখে চাকরি দেয়ার অভিযোগ ওঠেছে রুয়েটের এক শিক্ষকের বিরুদ্ধে


নগদ অর্থ, ব্যাংকের ফাঁকা চেক, ও বাড়ির দলিল রেখে চাকরি বিক্রি করার অভিযোগ ওঠেছে রুয়েটের এক শিক্ষকের বিরুদ্ধে। 

রুয়েটে’র চাকরী বানিজ্যের সাথে সরাসরি শিক্ষক কর্মচারীদের একংশ জড়িত অনেকেরই জানা। চাকরি বানিজ্য করে অঢেল টাকার মালিকও হয়েছেন এই চক্রটি। চাকরি বানিজ্যে নগদ অর্থ আর ব্যাংকের চেক বইয়ের মধ্যে এখন সিমাবদ্ধ নেই। এবার ব্যাংকের চেক, ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্প ও বাড়ির দলিল রেখে চাকরি দেয়ার অভিযোগে পাওয়া গেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষকের বিরুদ্ধে। 

ওই শিক্ষক চাকরি গ্রহিতার কাছ থেকে নগদ কয়েক লাখ টাকা, সহি সম্মেলিত রুপালী ব্যাংকের একটি পুরো চেক বই। যাহার প্রতিটি পাতায় টাকা অংক না বসিয়ে সহি নিয়েছেন। এছাড়া সহি সম্মেলিত ৩০০ টাকা মূল্যের ফাঁকা স্ট্যাম্প ও তার বাড়ির দলিল নিয়েছেন। 

চাকরি বানিজ্য করেই রাজশাহী শহরের বিভিন্ন স্থানে মা, বাবা, স্ত্রী ও নিজ নামে জমি ক্রয় করেছেন। এরমধ্যে রয়েছে ফসলি জমি, বাড়ি, নির্মানকৃত ছাত্রাবাস, কয়েকজন শিক্ষক মিলে নির্মান করছেন ৮তলা ভবন। 

রুয়েটের সেই শিক্ষক-সহ পর্যায়ক্রমে আরও কয়েকজন কর্মকর্তা কর্মচারির সংবাদ নিয়ে আসছি আগামীকাল শনিবার (২১ মে)।