২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৫০:০৭ অপরাহ্ন


১ কেজি হেরোইন পরিবহনের দায়ে, ব্যবসায়ীর যাবজ্জীবন
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
১ কেজি হেরোইন পরিবহনের দায়ে, ব্যবসায়ীর যাবজ্জীবন ১ কেজি হেরোইন পরিবহনের দায়ে, ব্যবসায়ীর যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে জাহির (২৭) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার(১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

শরিফুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া গামের আসরাফুল ইসলামের ছেলে।  

অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর একটি শপিং ব্যাগে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ আটক হন জাহির।

ওইদিনই র‌্যাব উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন উপপরিদর্শক ওসামান গনি ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জাহিরকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। সাক্ষী গ্রহণ, প্রমাণ ও শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।