২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:৩৬:১৮ পূর্বাহ্ন


ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি রাজশাহী প্রেসক্লাবের
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২২
ভোরের কাগজের বিরুদ্ধে মামলা  প্রত্যাহারের দাবি রাজশাহী প্রেসক্লাবের ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি রাজশাহী প্রেসক্লাবের


বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের বিরুদ্ধে দায়েরকৃত ১০ কোটি টাকা মানহানি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। অন্যথায় রাজশাহীসহ সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেয়া হয়েছে। বুধবার (১৮ মে) রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার যুক্ত এক বিবৃতিতে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এ হুশিয়ারি দেয়া হয়।

বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের আপোসহীন সাহসী গণমাধ্যম দৈনিক ভোরের কাগজের বিরুদ্ধে দায়েরকৃত মামলার ঘটনায় সামাজিক সমাজ বিক্ষুব্ধ। বঙ্গবন্ধুর বাংলাদেশে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা বরদাশত করা হবে না। কুমিল্লার এক রাজনীতিবিদের দায়ের করা মানহানি মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিঃশর্ত ক্ষমা চেয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে ওই রাজনীতিবিদকে। অন্যথায় সারাদেশের সাংবাদিকরা প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মে) দুপুরে দেশবরেণ্য সাংবাদিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, প্রকাশক সাবের হোসেন চৌধুরী, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও কাগজ প্রতিবেদক (কুমিল্লা) এম ফিরোজ মিয়ার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত। ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কা-ারি’ শিরোনামে রবিবার (১৫ মে) ভোরের কাগজে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলাটি দায়ের করেন তিনি।