১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:০৬:০৬ অপরাহ্ন


লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ
রাজশাহীর সময় ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ ফাইল ফটো


অনলাইন ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকাডুবে এক জেলে নিখোঁজ এবং এক জেলে আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলে হচ্ছে মাসুম খান (৩০)। আর আহত জেলে দেলোয়ার হোসেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ জানান, বুধবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহী আওলাদ-৪ লঞ্চটি আড়িয়াল খাঁ নদী অতিক্রম করার সময় জেলের নৌকার ওপর উঠিয়ে দেয়। এ সময় নৌকায় থাকা এক জেলে নিখোঁজ এবং অপর জেলে আহত হয়। আহত জেলেকে স্থানীয়রা উদ্ধার করে।

নৌ ফায়ার স্টেশনের কর্মকর্তা খোরশেদ আলম জানান, দুর্ঘটনার পরপরই বরিশাল নৌ ফায়ার স্টেশনের কর্মীরা নিখোঁজ জেলের উদ্ধারে কাজ শুরু করে। নিখোঁজ জেলে মাসুম খানকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রাজশাহীর সময় / এফ কে