২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ০৬:০৩:০৯ অপরাহ্ন


সাপাহারে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২২
সাপাহারে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সাপাহারে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা


নওগাঁর সাপাহারে  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সদরের জিরো পয়েন্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের উপর বিশেষ গুরুত্ব রেখে দিবসের তাৎপর্য তুলে ধরে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল, সাজেদুল আলম, আব্দুল খালেক, যুগ্ন সাধারন সম্পাদক ফজলে রাব্বী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম,পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান, শিরন্টি ইউনিয়ন সহ-সভাপতি বোরহানউদ্দিন, প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য সহ উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ ও ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।