২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:৩৫:০১ পূর্বাহ্ন


নিত্যপণ্যের দাম কেন চড়া, জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০৫-২০২২
নিত্যপণ্যের দাম কেন চড়া, জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো


করোনা মহামারি ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই দেশে নিত্যপণ্যের দাম চড়া উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজার সহনীয় রাখার চেষ্টা করছে সরকার।

মঙ্গলবার (১৭ মে) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেক সভায় যুক্ত হয়ে এ কথা বলেন সরকারপ্রধান।

তিনি বলেন, নিজেদের চাহিদা মিটিয়ে খাদ্যপণ্য রফতানি করার লক্ষ্যেও কাজ চলছে।

সভায় সরকারপ্রধান বলেন, দ্রব্যমূল্যের দাম বেড়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এ কথাটি দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। যদি অন্য কেউ ক্ষমতায় থাকত দেশের যে কী অবস্থা হতো, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত। আমরা সেই জায়গাতে থেকে দেশকে উন্নত জায়গায় আনতে পেরেছি।

রাজশাহীর সময়/জেড