২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৬:২৮:০১ অপরাহ্ন


রাজশাহীর দূর্গাপুরে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর জব্দ
মো: ফায়সাল হোসেন:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২২
রাজশাহীর দূর্গাপুরে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর  জব্দ রাজশাহীর দূর্গাপুরে অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর জব্দ


রাজশাহীর দূর্গাপুরে গ্রামীণ সড়ক নষ্ট করার অভিযোগে  মাটি বহনকারী অবৈধ ট্রাক্টর গাড়ি জব্দ করেছে দূর্গাপুর থানা পুলিশ। 

রোববার বেলা বারোটার দিকে দূর্গাপুর উপজেলার পালি বাজার এলাকা থেকে এসব অবৈধ গাড়ি জব্দ করা হয়। 

স্থানীয়রা অভিযোগ করে জানান, এসব অবৈধ ট্রাক্টরের কারনে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এছাড়া সরকারি গ্রামীণ সড়ক ব্যবহারের কারনে রাস্তায় মাটির প্রলেপ পড়ায় বোঝার উপায় নেই যে এটি পাকা রাস্তা না কাঁচা রাস্তা। 

এলাকাবাসী আরো জানান, এখন  বর্ষাকাল হওয়ায় একটু বৃষ্টির পানি পড়লে চলাচলের অনুপযোগী হয়ে যাবে এসব রাস্তা তাই প্রশাসনের কাছে এবিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে দূর্গাপুর থানার তদন্ত  ওসি মো: নয়ন হোসেন  জানান, সরকারি সড়ক নষ্ট করা এসব অবৈধ মাটি বহনকারী গাড়ির বিরুদ্ধে দূর্গাপুর থানা কঠোর অবস্থানে রয়েছে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।