১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৩:১৩ অপরাহ্ন


টাইব্রেকারে চেলসিকে হারিয়ে খেতাব জিতলো লিভারপুল
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৫-০৫-২০২২
টাইব্রেকারে চেলসিকে হারিয়ে খেতাব জিতলো লিভারপুল ফাইল ফটো


কারাবায়ো কাপের পর ইংলিশ এফএ কাপও ঘরে তুলে নিলো লিভারপুল। আর দুই খেতাব জয়ের লড়াইয়ে লিভারপুল হতাশা এনে দিলো চেলসিকে। ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে কারাবায়ো কাপের মতোই ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি ফুটবলের পর টাইব্রেকারে চেলসিকে হারিয়ে খেতাব জিতে নিলো লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

১২০ মিনিটে কোনো দলই গোলের মুখ খুলতে পারেনি। এরপর খেলা পৌঁছায় টাইব্রেকারে। সেখানেও প্রথম পাঁচ শটে দুই দলের স্কোরলাইন হয় ৪-৪। চেলসির হয়ে দ্বিতীয় শটটি অফ টার্গেট করেন সিজার আজপিলিকুয়েতা। অন্যদিকে শেষ শট নিতে গিয়ে গোল করতে ব্যর্থ হন লিভারপুল তারকা সাদিও মানে। সেনেগাল তারকার বল আটকে দেন চেলসি গোলরক্ষক মেন্ডি। অতঃপর খেলা পৌঁছায় সাডেন ডেথে। সেখানেই সাত নম্বর শটে ম্যাসন মাউন্টের বল আটকে দেন অ্যালিসন।

এই নিয়ে টানা তিন বার এফএ কাপের ফাইনাল থেকে শূন্য হাতে ফিরতে হলো ব্লুজদের। ২০২০ সালে আর্সেনাল, ২০২১ সালে লেস্টার সিটি এবং ২০২২ সালে লিভারপুলের বিপক্ষে হারলো তারা। এফএ কাপের ইতিহাসে এর আগে টানা তিন ফাইনালে হারেনি কোনো দল।

লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ, অধরা এফএ কাপও জয় করে নিলেন। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যানেজার হিসেবে চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ, লীগ কাপ ও এফএ কাপ শিরোপা জেতার রেকর্ড গড়লেন তিনি। উল্লেখ্য চলতি মরশুমে এই চার শিরোপাই জেতার সম্ভাবনা রয়েছে ক্লপের সামনে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনাল খেলবে লিভারপুল। তবে প্রিমিয়ার লীগ জেতা এখন সম্পূর্ণ নির্ভর করছে ভাগ্যের ওপর।

রাজশাহীর সময়/এ