১৭ এপ্রিল ২০২৪, বুধবার, ০২:০৭:১২ পূর্বাহ্ন


রাজশাহীতে মৌসুমের আম পাড়ার উৎসব শুরু
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২২
রাজশাহীতে মৌসুমের আম পাড়ার উৎসব শুরু রাজশাহীতে মৌসুমের আম পাড়ার উৎসব শুরু


রাজশাহীতে চলতি মৌসুমে গুটিজাতের আম নামানো শুরুর মধ্য দিয়ে আম পাড়ার (ক্রয়-বিক্রয়) মহাউৎসব শুরু হয়েছে। শুক্রবার (১৩ মে) থেকে শুরু হয় গাছ থেকে আম নামানোর এই উৎসব। চলবে ২০ আগস্ট পর্যন্ত। চলতি মৌসুমে ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির আম বাগানে রয়েছে পরিপক্ক আম। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের এক সভায় বিভিন্ন জাতের আম নামানোর সময় নির্ধারণ করে দেয়া হয়। এরপর শুক্রবার গুটিজাতের আম নামানো শুরু হয়।

শুক্রবার বায়া বাজারে মনিরুল নামে এক আম চাষী তারা নিজেদের বাগানের আম পাড়ার কাজ করছেন। তার সাথে কথা হলে তিনি জানান, আমাদের বাগানে ভালো জাতের পাশাপাশি কিছু গুটিজাতের আম আছে সেগুলো পেকে যাবে সেই সব আমগুলো নামিয়ে নিচ্ছি। এবং এসব আম নিজেদের খাবারের পাশাপাশি বাজারে বিক্রি করবে বলে জানান।

আম বাজারজাতকরণ বিষয়ে রাজশাহী জেলা অতিরিক্ত প্রশাসক মুহাম্মদ শরিফুল হক বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবারে আমের বাজারজাতকরণে কোনো ধরনের সমস্যা হবে না।

উল্লেখ্য, রাজশাহীতে এবার ২ লাখ ১৪ হাজার ৬৭৬ মেট্রিকটন (হেক্টর প্রতি গড় ফলন ১১.৬০ মেট্রিকটন) আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে চলতি মৌসুমে রাজশাহীতে ৯০১ কোটি ৬৪ লাখ ২ হাজার ৮০ টাকার আমের ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজশাহীর সময়/এএইচ