১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪২:৪৭ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার: প্রাইভেটকার জব্দ
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার: প্রাইভেটকার জব্দ রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার: প্রাইভেটকার জব্দ


রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মো. হোসেন (৩২) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি দল। এ সময় গাঁজা বহনকাজে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেট কার জব্দ করা হয়।

গতকাল বুধবার (২৬ জানুয়ারী) বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শাহমখদুম কলেজের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়  প্রাইভেটকারের ভেতর তল্লাশী চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতার মো. হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মাসিকাড়া গ্রামের মো. মিলন মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানগরীর তালাইমারী দিক থেকে সাদা রংগের একটি প্রাইভেটকারে একব্যক্তি মাদকদ্রব্য বহনকরে শেখেরচক এলাকা শাহমখদুম কলেজের দিকে যাচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে শেখেরচক এলাকায় অবস্থান করে ডিবি পুলিশের একটি দল। পরে তথ্য অনুযায়ী টয়োটো-১১-৯১১৮ প্রাাইভেটকার আসতে দেখে তাকে সিগল্যাল দিয়ে থামানো হয়। এ সময় কারের ভেতর তল্লাশী চালিয়ে দরজায় বিশেষ কায়দায় রাখা ১১টি পোটলায় মোট ৮ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারী হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১লাখ ৬০ হাজার টাকা। 

অভিযানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মো. আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারী জানায়, কুমিল্লা জেলা থেকে রাজশাহী মহানগরীর অজ্ঞাত এক ব্যক্তির কাছে গাঁজা পৌঁছে দেয়া জন্য আসছিলো।

এ ব্যপারে মাদক কারবারী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টা তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

রাজশাহীর সময় / এফ কে