২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২১:০৩ অপরাহ্ন


চারঘাটে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
চারঘাটে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ চারঘাটে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ


রাজশাহীর চারঘাট হতে সাড়ে চার মণ ভেজাল গুড় জব্দ করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে চারঘাট থানার একটি  টিম গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন চারঘাট ইউনিয়নের মেরামতপুর দিরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় জব্দ করা হয়।

এসময় সাড়ে চার মণ (১৮০ কেজি) ভেজাল গুড়, ভেজাল গুড় তৈরির বিভিন্ন উপকরণ সামগ্রী ( চুন, হাইড্রোজ, ফিটকিরি  ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান) জব্দ করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে  চারঘাট  থানায় মামলা রুজু করা হয়েছে।

রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন,  বিপিএম (বার) এর দিকনির্দেশনায় রাজশাহী জেলা পুলিশের মাদক-সন্ত্রাস বিরোধী অভিযানের পাশাপাশি ভেজাল বিরোধী ও অবৈধভাবে পণ্যসামগ্রী মজুদকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত  রয়েছে। চলমান ২০২২ সালে আজকের দিন পর্যন্ত রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন থানায় ভেজালগুড় জব্দকরণ সংক্রান্ত সর্বমোট ১৮ টি মামলা রুজু হয়েছে। ১৮ টি মামলায় ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত  ক্ষতিকর  বিপুল পরিমান  রাসায়নিক উপকরণসহ  ভেজালগুড় জব্দ হয়েছে মোট ১১৪৬৫ কেজি এবং গ্রেফতার হয়েছে ২০ জন । 

রাজশাহীর সময়/এ