১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:২৯:৩৪ অপরাহ্ন


এবার রাজশাহী নগরীতে এক গোডাউনে মিললো ১১৪ ব্যারেল ভোজ্য তেল
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
এবার রাজশাহী নগরীতে এক গোডাউনে মিললো ১১৪ ব্যারেল ভোজ্য তেল এবার রাজশাহী নগরীতে এক গোডাউনে মিললো ১১৪ ব্যারেল ভোজ্য তেল


রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান চালায়।

অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ।

গোপন সংবাদের ভিত্তিকে অভিযার চালিয়ে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে মজিবুর স্টোরের মার্লিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, আগে হতেই আমাদের কাছে তথ্য ছিলো মজিবুর স্টোরে ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে । প্রথমে তারা তেল রাখায় বিষয়টি অস্বীকার করছিলো পরে আমরা গোডাউনে গেলে তেল পাই। এজন্য মজিবুর স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।

রাজশাহীর সময়/এএইচ