২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৪২:২৬ পূর্বাহ্ন


আইয়ামে বিজসহ শাওয়াল মাসের ৬ রোজা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২২
আইয়ামে বিজসহ শাওয়াল মাসের ৬ রোজা ফাইল ফটো


আইয়ামে বিজসহ শাওয়াল মাসের ৬ রোজা রাখার সেরা সুযোগ আসছে! ১২-১৭ মে রোজা রাখার মাধ্যমে একাধিক সুন্নাতের ওপর আমল করা হবে। সপ্তাহিক, মাসিক ও বছরজুড়ে রোজার সওয়াব পাওয়ার সুযোগগুলো কী?

বছরজুড়ে রোজার সাওয়াব পাওয়ার মাস শাওয়াল। এ মাসে ৬টি রোজা রাখলেই মিলবে এ সুযোগ। রমজানের রোজাদারদের জন্য এমন ঘোষণা দিয়েছেন নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে পাকে এসেছে-

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো; এরপর শাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো, সে যেন সারাবছর ধরেই রোজা রাখলো।’ (মুসলিম)

যারা রমজান মাস কষ্ট করে রোজা পালন করেছেন। তাদের জন্য শাওয়ালের ৬ রোজা একটি মহাসুযোগ। রমজানের রোজা শেষে ঈদ-আনন্দ করার পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলেই তারা পাবে সারাবছর রোজা রাখার সুযোগ। এ সুযোগে নতুনমাত্রা যোগ করেছে আইয়ামে বিজসহ সাপ্তাহিক সুন্নাত রোজা। তাহলো-

৬ রোজার সুবর্ণ সুযোগ

আরবি চাঁদের হিসাবে মাসিক সুন্নাত রোজাসহ (আইয়ামে বিজ) দুইটি সপ্তাহিক রোজা পালনের মাধ্যমে ৬ রোজা রাখার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। যারা ৬ রোজা রাখার মাধ্যমে বছরজুড়ে রোজা রাখার সওয়াব পাওয়ার প্রত্যাশী তাদের জন্য ১২-১৭ মে রোজা রাখার সুবর্ণ সুযোগ। তারিখগুলো তুলে ধরা হলো-

১ রোজা :  ১২ মে (১০ শাওয়াল) বৃহস্পতিবার (সাপ্তাহিক রোজা)

২ রোজা : ১৩ মে (১১ শাওয়াল) শুক্রবার

৩ রোজা : ১৪ মে (১২ শাওয়াল) শনিবার

৪ রোজা : ১৫ মে (১৩ শাওয়াল) রোববার (আইয়ামে বিজের রোজা শুরু)

৫ রোজা : ১৬ মে (১৪ শাওয়াল) সোমবার (সাপ্তাহিক রোজা)

৬ রোজা : ১৭ মে (১৫ শাওয়াল) মঙ্গলবার (আইয়ামে বিজের শেষ রোজা)

শাওয়াল মাসের ৬ রোজা পালনের মাধ্যমে বছরজুড়ে রোজা রাখার সওয়াব পাওয়ার সুবর্ণ সুযোগ এটি। মুমিন মুসলমান মাত্রই এ দিনগুলোর সুযোগ গ্রহণ করা জরুরি। কারণ  এতে সাপ্তাহিক, আইয়ামে বিজসহ শাওয়ালের গুরুত্বপূর্ণ ৬ রোজাও আদায় হয়ে যাবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশেষ দিনক্ষণসহ ফজিলতপূর্ণ এ রোজাগুলো পালনের তাওফিক দান করুন। আমিন।

রাজশাহীর সময়/এএইচ