২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৫৫:২৫ অপরাহ্ন


জয়পুরহাটে মাদক কারবারী গ্রেফতার ২
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২২
জয়পুরহাটে মাদক কারবারী গ্রেফতার ২ জয়পুরহাটে মাদক কারবারী গ্রেফতার ২


জয়পুরহাটে হেরোইন, আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)

সোমবার (৯ মে) দিবাগত রাতে জয়পুরহাট পৌর শহরের আরাম নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন: জয়পুরহাট পৌর শহরের আরাম নগর এলাকার মো. সাইদুর হোসেনের ছেলে লিটন হোসেন (৩৬) ও বিশ্বাস পাড়া এলাকার হামিদ বিশ্বাস এর ছেলে আবু বক্কর(২০)। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট গোয়েন্দা শাখা পুলিশ(ডিবি) এর অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, লিটন ও আবু বক্কর দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তারা পৌর শহরের আরাম নগর এলাকায় মাদকের বেচাকেনা করছে। এমন গোপন সংবাদ ডিবিপুলিশের কাছে আসলে উক্ত সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ শত পিস আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ গ্রাম হেরোইনসহ তাদের দুইজনকেই হাতেনাতে আটক করা হয়।

ওসি শাহেদ আল মামুন আরও জানান, হেরোইন এবং নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ