২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৩৭:৫৫ পূর্বাহ্ন


রাজশাহীর পবায় ছাগলসহ দুই চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলো জনতা
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০৬-০৫-২০২২
রাজশাহীর পবায় ছাগলসহ দুই চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলো জনতা ছাগলসহ দুই চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করলো জনতা


রাজশাহীর পবায় ছাগল চুরি করে রিক্সায় তুলে নিয়ে পালানোর সময় দুই চোরকে আটক করে গলধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বৃহস্পতিবার (৬ মে) দুুপুর দেড়টার দিকে পবা উপজেলার পারিলা ইউনিয়নের হাট গোদাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, পবা নতুন পাড়া এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে ইউসুফ আলী (২৮) ও একই এলাকার মৃত শাজাহান আলীর ছেলে নয়ন (৩০)।

ছাগল মালিক হাট গোদাগাড়ী এলাকার মামুনুর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় তার ছাগল মাঠে ছেড়ে আসে। বৃহস্পতিবার দুপুরে দুই চোর তার ছাগল রিক্সায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সন্দেহ্ হলে তাদের ধরে ফেলে। এঘটনায় বিক্ষুব্দ জনতা তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যপারে আটক দুই চোরের বিরুদ্ধে পবা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান, পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন। সেই সাথে চুরির কাজে ব্যবহৃত রিক্সাটিও জব্দ করা হয়েছে।

ওসি বলেন, তারা দীর্ঘদিন ধরে রিক্সাযোগে কৌশলে ছাগল চুরি করে বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাট গোদাগাড়ী গ্রাম থেকে একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিলো তারা। পথেই স্থানীয়রা দুই চোরকে আটক করে বলেও জানায় ওসি।