১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:২৫:১৯ পূর্বাহ্ন


ঠাকুরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ে ব্যপক ক্ষতি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২২
ঠাকুরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ে ব্যপক ক্ষতি ঠাকুরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ে ব্যপক ক্ষতি


ঠাকুরগাঁওয়ে কালবৈশাখি ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, জমির ফসল লন্ডভন্ড হয়ে গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে টানা দুই ঘণ্টার ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ ও ইন্টারনেটব্যবস্থা।

রাস্তাঘাটে ভেঙে পড়া গাছপালা ফায়ার সার্ভিসের কর্মীসহ প্রশাসনের দায়িত্বরতরা সরিয়ে নিতে কাজ করছেন।

এদিকে জেলার পাঁচটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বসতভিটার টিন, গাছপালা ভেঙে ক্ষতির মুখে পড়েছেন অনেকে। আধা-পাকা ঘর ঝড়ের কবলে পড়ে ক্ষতির শিকার হওয়ায় দুশ্চিন্তায় দরিদ্ররা। এ অবস্থায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।

রাজশাহীর সময় / জি আর