২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৩৯:২৮ অপরাহ্ন


রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২৮-০৪-২০২২
রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ২ রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ গ্রেফতার ২


রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রীসহ দুইজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

বৃহস্পতিবার সকাল ৮টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন ভাড়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: পুঠিয়া থানার ভাড়রা গ্রামের মোঃ আব্দুল লতিবের ছেলে মোঃ সুজন(৩৩) ও একই গ্রামের মোঃ আব্দুল লতিবের ছেলে মোঃ বশির আহম্মেদ(৩২)। এছাড়াও পলাতক আসামী মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩৩)।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টায় গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, ভাড়রা গ্রামে মোঃ রুবেলের বাড়িতে ভেজাল প্রসাধনীর কারখানায় বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরী করে বাজারে বিক্রি করা হচ্ছে। এতে সাধারন ক্রেতাদের প্রতারিত হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের একটি দল। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়। সেই সাথে ৩ লক্ষ ৩৫ হাজার ৮ শত টাকা মূল্যের বিপুল পরিমাণ সামগ্রী জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়,  দীর্ঘদিন যাবৎ গোপনে ভেজাল প্রসাধনী ক্রিম তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছে। 

এ ব্যপারে পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র। 

রাজশাহীর সময় / জি আর