১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:২০:৩৬ অপরাহ্ন


সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
সূচকের সামান্য পতনে কমেছে লেনদেন ফাইল ফটো


গত কার্যদিবসে উত্থান হলেও বুধবার পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন পুঁজিবাজারের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দরও বেড়েছে।

বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ০.১৩ পয়েন্ট কমে ৭ হাজার ৩২.৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ১ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৫৭টির এবং ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তে আজ ২৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রাজশাহীর সময় / এফ কে