১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:০৫:৪০ অপরাহ্ন


এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ ‘বি’ গ্রুপে
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২২
এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ  ‘বি’ গ্রুপে এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ ‘বি’ গ্রুপে


এশিয়ান গেমস বাছাই হকিতে 'বি' গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে তাদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।

সোমবার (২৫ এপ্রিল) গ্রুপিং চূড়ান্ত হয়েছে। থাইল্যান্ডের ব্যাংককে ৬-১৫ মে হতে যাওয়া ৯ দলের এই বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। 'এ' গ্রুপে রয়েছে পাঁচটি দল আর 'বি' গ্রুপে চারটি। 

পাঁচ দলের পুল 'এ'- তে রয়েছে ওমান, থাইল্যান্ড, হংকং চীন, উজবেকিস্তান ও কাজাখস্তান। এশিয়ান র‌্যাংকিংয়ের শীর্ষ ছয়টি দল সরাসরি এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলবে। বাছাই পর্ব থেকে জায়গা পাবে ছয়টি দল।

পুল 'এ'-তে থাকা হংকং চীন এবং উজবেকিস্তনের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। দ্বিতীয় দিন নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ।

১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে পুলের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এদিকে আসরের দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ মে। আর ১৫ মে অনুষ্ঠিত হবে ফাইনাল। সেদিনই দিন তৃতীয় স্থান নির্ধারণীসহ তিনটি স্থান নির্ধারণী ম্যাচও অনুষ্ঠিত হবে।

আগামী ১০ সেপ্টেম্বর চীনে শুরু হবে এশিয়ান গেমসের আসর। গত এশিয়ান গেমসেও হকি ইভেন্টের বাছাই খেলতে হয়েছিল বাংলাদেশকে। সেবারের বাছাইয়ের ফাইনালে ওমানের কাছে ২-০ গোলে হেরে রানার্সআপ হয়েছিল দল।

রাজশাহীর সময় / জি আর