২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৫২:৩৩ পূর্বাহ্ন


ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২২
ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু ইটবাহী ট্রলির ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু


খুলনায় ইট বহনকারী ট্রলির ধাক্কায় সরকারি বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণির ছাত্রী যুথী পাল (১৭) নিহত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকালে রূপসা উপজেলার আলাইপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুথী পিঠাভোগ গ্রামের বিশ্বজিত পালের মেয়ে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯টার দিকে যুথী পাল পিঠাভোগ গ্রামের বাড়ি থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে আলাইপুর সেতুর কাছে ইট বহনকারী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রলিসহ চালক ইয়াছিনকে (১৮) ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

রাজশাহীর সময়/এএইচ