১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫৫:৩১ অপরাহ্ন


হেডফোন না পেয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৫-০৪-২০২২
হেডফোন না পেয়ে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’ ফাইল ফটো


চট্টগ্রাম নগরীর সদরঘাটে হেডফোন না দেয়ায় মায়ের ওপর অভিমান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রেয়া ওই এলাকার সোলেমানের মেয়ে। তার বাবা একটি শিপইয়ার্ডে চাকরি করেন। দুই বোনের মধ্যে শ্রেয়া বড়। সে চট্টগ্রাম নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।

শ্রেয়ার আত্মীয় সোহেল বলেন, শ্রেয়া তার মায়ের কাছে হেডফোন চাইলে তিনি দিতে রাজি হননি। এরপর মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রাজশাহীর সময়/জেড