২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৪৫:১০ পূর্বাহ্ন


নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২ নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২


নওগাঁয় ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে সালাম জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আটককৃতরা হলেন: কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।

ন‌ওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি কেএম শামসুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও একটি জাতীয় গোয়েন্দা সংস্থা যৌথ অভিযান পরিচালনা করে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। মূর্তির দাম প্রায় পঞ্চাশ কোটি টাকা।

ওসি আরও জানান, এ সময় আব্দুস সালামের দুই ছেলে আটক করা হয়। আটককৃতরা পাচারকারী চক্রের সদস্য । তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।

অপর প্রশ্নে ওসি আরও জানান, এ ঘটনার সাথে সাবেক পুলিশ সদস্য আব্দুস সালাম জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজশাহীর সময় /এএইচ