২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:৫৮:২৭ অপরাহ্ন


ঢাকা নিউ মার্কেটে সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৪-২০২২
ঢাকা নিউ মার্কেটে সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ ঢাকা নিউ মার্কেটে সংঘর্ষ: মকবুলকে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ


রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। 

মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে মকবুলের রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়েছে। আদালতের জিআর শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মকবুল হোসেন সরদার নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

রাজশাহীর সময়/এএইচ