২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৩০:১৪ পূর্বাহ্ন


লক্ষ্মীপুরে চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
লক্ষ্মীপুরে চাচা হত্যায় ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড ফাইল ফটো


লক্ষ্মীপুরে পূর্ব বিরোধের জেরে প্রবাসী হারুনুর রশিদকে হত্যার ঘটনায় ভাতিজা আরিফ হোসেন রুবেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। 

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দোষ প্রমাণিত হওয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্ত রুবেল সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবুল বাশারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে হারুনুর রশিদ পরিবারের সদস্যদের সময় দিচ্ছিলেন। এর কিছুদিন আগে তিনি মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন। হঠাৎ রুবেল এসে চাচিকে দরজা খুলতে বলে। এতে হারুন নিজে দরজা খুলতে যান। দরজা খুলতেই রুবেল ধারালো ছুরি দিয়ে তার পেটে উপর্যুপরী আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর এশিয়া হসপিটাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়।

পরে ১৯ ফেব্রুয়ারি রাতেই হত্যায় ব্যবহৃত ছুরি ও রুবেলকে আটক করে পুলিশ।

একইদিন নিহতের স্ত্রী নাজমুন নাহার সুইটি বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করলে আটক রুবেলকে হত্যা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ।

রাজশাহীর সময়/এএইচ