২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন


উইজডেনের সেরা ক্রিকেটার হলেন রুট
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২২
উইজডেনের সেরা ক্রিকেটার হলেন রুট ফাইল ফটো


নেতৃত্ব বড় কঠিন জায়গা। নিজে খারাপ খেললে ছেড়ে দিতে হয় নেতৃত্ব। বিরাট কোহলি যার ভালো উদাহরণ। দল খারাপ করলেও ছাড়তে হয় নেতৃত্বভার। ব্যাটে রানের বন্যা বইয়ে দেওয়া জো রুটের চেয়ে তা ভালো কারো জানার কথা নয়।

দল খারাপ খেলায় ইংল্যান্ডের টেস্ট নেতৃত্ব হারলেও জো রুট ক্রীড়া বিষয়ক সাময়িকী উইজডেনের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। তিনি এক বছরে ব্যাট হাতে ১৫ টেস্ট খেলে ৬১ গড়ে করেছেন ১৭০৮ রান। তবে ওই সময়ে তার দল জয় পেয়েছে মাত্র একটি টেস্টে।

উইজডেনের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজলি লি। তিনি গত মৌসুমে ব্যাট হাতে ৯০ গড়ে রান করেছেন। এর মধ্যে ভারতের বিপক্ষে গত বছর এক সিরিজে লিজ লি চার ইনিংস ব্যাট করে তোলেন ২৯৮ রানের ইনিংস।

উইজডেনের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন জাসপ্রিত বুমরাহ ও রোহিত শর্মা। বুমরাহ ব্যাটে-বলে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জয় নেতৃত্ব দিয়েছিলেন। রোহিত গ্রীষ্মে ব্যাট হাতে ভালো করেছিলেন। চার টেস্টে তিনি করেছিলেন ৩৬৮ রান। এছাড়া অলি রবিনসন, ডেভন কনওয়ে ও নারী ক্রিকেটার ডেন ফন নিকার্ক আছেন তালিকায়।

রাজশাহীর সময়/এএইচ