"আশ্রয়নের অধিকার,দেশ হবে সমতার" স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদ হলরুমে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাতিজা খাতুন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না সেই মর্মে সাপাহার উপজেলায় আমরা কাজ করছি এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার নতুন ৪০ জন গৃহহীন কে বাড়ি দেওয়ার জন্য উপজেলা মসজিদ পাড়ায় উপস্থিত সকলকে সশরীরে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।
রাজশাহীর সময়/এএইচ