২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৩:৩৫:১৮ অপরাহ্ন


বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২২
বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার


বগুড়ার শেরপুরে ৪,২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী অসীম কুমার সরকার (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টায় শেরপুর থানাধীন বগুড়া হতে ঢাকাগামী মহাসড়ক সংলগ্ন পশ্চিমপার্শে¦ জনৈক গোলাম মোহাম্দ সিরাজ এর ফুড ভিলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তা কাছ থেকে ইয়াবা ট্যাবলেট- ৪,২৪৫ পিস, ক্যারিং ব্যাগ- ১টি, মোবাইল- ২টি, সীমকার্ড- ৪টি ও মাদক বিক্রয়লব্ধ সর্বমোট নগদ- ২৩,৫০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী গাইবান্ধা জেলার গাইবান্ধা থানাধীন কিশামত গোপালপুর গ্রামের শ্রী বাদল চন্দ্র সরকারের ছেলে শ্রী অসীম কুমার সরকার।

অভিযান পরিচালনা করেন সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ  হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট অজ্ঞাত এলাকা হতে ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয় ও বিক্রয় করে আসছে।

উপরোক্ত ঘটনায় বগুড়া জেলার শেরপুর থানায় মামলা রুজু করা হয়েছে।  

রাজশাহীর সময়/এএইচ