২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:৩৪:২৩ অপরাহ্ন


কোরআন পোড়ানোর হুমকির পর দাঙ্গা ছড়াল সুইডেন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-০৪-২০২২
কোরআন পোড়ানোর হুমকির পর দাঙ্গা ছড়াল সুইডেন ফাইল ফটো


ইউরোপের দেশ সুইডেনকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিগত কয়েকদিন ধরে সেখানে ভয়াবহ দাঙ্গা চলছে। গত পাঁচ দিন ধরে সুইডেনের কয়েকটি শহরে হিংসা ছড়িয়ে পড়েছে।

সুইডেনে দাঙ্গা ছড়িয়েছে একটি ডানপন্থী, অভিবাসন বিরোধী গোষ্ঠী কর্তৃক কুরআন পোড়ানোর ঘোষণার কারণে।

এক ডানপন্থী ডেনিশ রাজনৈতিক নেতা দ্বারা কুরআন পুড়িয়ে ফেলার এবং তাতে "শুয়োরের মাংস" রাখার হুমকি দেওয়ায় গত কয়েকদিন ধরে সুইডেনে দাঙ্গার জন্ম দিয়েছে।

মুসলিম বিরোধী এবং অতি-ডানপন্থী রাজনৈতিক দল স্ট্রম কুর্স ল্যান্ডসক্রোনা শহরে 'কুরআন পোড়ানো' পরিকল্পনা করেছিল, কিন্তু বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে এবং গাড়ি, টায়ার এবং আবর্জনার ক্যানে আগুন দেওয়ার পর স্ট্রম কুর্স ল্যান্ডসক্রোনা শহর বাদ দিয়ে মালমো শহরে এটি করার ঘোষণা করে।

রাজশাহীর সময়/এএইচ