২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:২৬:২৪ অপরাহ্ন


হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো রাজশাহী জেলা পুলিশ
মাসুদ রানা রাব্বানী রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৮-০৪-২০২২
হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো রাজশাহী জেলা পুলিশ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো রাজশাহী জেলা পুলিশ


রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর উদ্যোগে জেলার আট থানায় গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়িতে বসবাসকারী আট হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ  সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে এ বিতরন কর্মসূচি করে জেলা পুলিশ।  

ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি বস্তায় করে  চাল, ছোলা,  ডাল, তেল , পেয়াজ ও আলু  প্রদান করা হয়। 

সংশ্লিষ্ট  থানার অফিসারগন হতদরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। 

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত (১০ এপ্রিল) মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। 

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই দুইটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে সর্বদা সাধারন জনগনের পাশে রয়েছে রাজশাহী জেলা পুলিশ। 

রাজশাহীর সময় / এম আর