১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুম্মা সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মডেল মসজিদ হয়ে জিরো পয়েন্টসহ উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি ইউসূফ আব্দুল্যাহ্ হাবীবির সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা গত ১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি সকল ধরণের পণ্য বেচা-কেনা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও ভারতকে বয়কট করার আহ্বান জানানো হয়।
এসময় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্যগন, উপজেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।