প্রথম দুই ম্যাচে বাজে হারের পর তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাবর-রিজওয়ানহীন পাকিস্তান।
হাসান নেওয়াজের বিধ্বংসী সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারালো সালমান আলী আঘার নেতৃত্বাধীন দলটি।
অকল্যান্ডে শুক্রবার (২১ মার্চ) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ২০৪ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৪ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
অভিষেকের পর প্রথম দুই ম্যাচে ডাক মারা হাসান নেওয়াজ এদিন দলকে জেতানোর পথে ৪৫ বলে ১০৫ রানে অপরাজিত ইনিংস খেলেন।
এছাড়া অধিনায়ক সালমান আলী আঘা ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন।