২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন


স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি, ঝামেলা মিটিয়ে ফের মা হলেন মানসী
তামান্না হাবিব নিশু:
  • আপডেট করা হয়েছে : ১৯-০৩-২০২৫
স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি, ঝামেলা মিটিয়ে ফের মা হলেন মানসী মানসী সেনগুপ্ত। ছবি-সংগৃহীত


বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতার চরিত্রে নজর কেড়েছেন। ধারাবাহিক শেষ হয়েছে কিছু দিন আগে। তার পরেই মা হলেন মানসী। বছর সাতেকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর। এ বার পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

এক সময় মানসীর দাম্পত্যে নেমেছিল বিবাদের কালো ছায়া। স্বামীর সঙ্গে সম্পর্ক নাকি পৌঁছেছিল তলানিতে। মানসী নিজেই এক সময় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানার কথাও ভেবেছিলেন। কিন্তু মেয়ের মুখ চেয়ে সব ঝামেলা মিটিয়ে নেন, এমনই জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

অভিনেত্রীর স্বামী রুপোলি দুনিয়ার বাইরের মানুষ। এমনকি তিনি কখনও সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখিও হন না। জানা গিয়েছে, নতুন মা ও সন্তান ভালই আছেন।