২০০০ সালে মুক্তি পায় হৃতিক রোশনের প্রথম ছবি ‘কহো না প্যার হ্যায়’। ছবিটি পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। ছবি মুক্তির পরেই মুম্বইয়ের একটি মাফিয়াদলের তরফে রাকেশের উপর হামলা করা হয়। পরিচালককে গুলি করা হয়। তার পরেই সরকারি নিরাপত্তা পেতে শুরু করেন বর্ষীয়ান পরিচালক। ঘটনার পর পেরিয়ে গিয়েছে ২৫ বছর। অবশেষে সেই সময়ের অভিজ্ঞতা, অনুভূতির কথা জানালেন রাকেশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময় প্রসঙ্গে রাকেশকে প্রশ্ন করা হয়। পরিচালক জানিয়েছেন, কখনও কখনও তাঁর এমনও মনে হত যেন তাঁর নিরাপত্তারক্ষীরাও তাঁকে খুন করতে পারে। রাকেশ বলেন, ‘‘দেহরক্ষীরা থাকলেও লক্ষ্য তো আমি। কেউ আক্রমণ করতে চাইলে দেহরক্ষীরা কিছু করতে পারবেন না।’’
তাঁর উপর হামলার পর রাকেশের নিরাপত্তায় দু’জন সশস্ত্র দেহরক্ষী মোতায়েন করা হয়। রাকেশ বলেন, ‘‘আমি গাড়ির সামনে বসতাম। দু’জন দেহরক্ষী বন্দুক নিয়ে পিছনের সিটে। কখনও কিছু ঘটলে কেবলই মনে হত ওরা যেন আমাকেই না খুন করে!’’ রাকেশ জানান, পরবর্তী সময়ে দেহরক্ষী নিয়ে ঘোরাফেরা করতে তাঁর দম বন্ধ হয়ে আসত। তাই তিনি তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। রাকেশ বলেন, ‘‘হাঁটতে বেরিয়েছি। সেখানেও পিছনে দেহরক্ষীরা রয়েছেন। ভাল লাগত না। ওদের সরিয়ে দিলাম। ভাবলাম, যা হবে দেখা যাবে।’’
২০০০ সালে ২১ জানুয়ারি মুম্বইয়ের সান্তাক্রুজ়ে রাকেশের উপর হামলা করে দুই আততায়ী। একটি গুলি পরিচালকের হাতে বেঁধে, অন্যটি বুক ছুঁয়ে বেরিয়ে যায়। মুম্বই পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বুদেশ গ্যাংয়ের সদস্যেরা রাকেশের থেকে মোটা টাকা চায়। রাজি না হওয়ায় পরিচালকের উপর হামলা করে তারা।