২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ০৯:৩৫:৫০ পূর্বাহ্ন


কানে পানি ঢুকলে রোজা ভেঙে যায়?
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৩-২০২৫
কানে পানি ঢুকলে রোজা ভেঙে যায়? কানে পানি ঢুকলে রোজা ভেঙে যায়?


রমজান ইবাদতের বসন্তকাল। এ সময় সওয়াব অর্জনের মোক্ষম সময়। আর দোয়া হচ্ছে ইবাদতের মূল। এ মাসে দোয়া কবুলের কয়েকটি বিশেষ সময় রয়েছে, যখন দোয়া করলে মহান আল্লাহ কবুল করেন।


একজন জানতে চেয়েছেন, কানে পানি ঢুকলে রোজা ভেঙে যায়? 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, রোজা অবস্থায় কানে পানি ঢুকলে বা ইচ্ছাকৃত ওষুধ, তেল ইত্যাদি কানে দিলে সাধারণত রোজা ভাঙে না। তবে কারো কানের পর্দা যদি ফাটা থাকে এবং তাতে তেল, পানি বা ওষুধ প্রবেশ করে এবং তা গলায় চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। 

এখানে যেসব কারণে রোজা ভেঙে গেলে প্রতিবিধান হিসেবে শুধু কাজা আদায় করতে হয়, কাফফারা দিতে হয় না; তা তুলে ধরছি

১. ইচ্ছে করে বমি করা; বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা

২. মেয়েদের হায়েজ-নিফাস বা ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব শুরু হলে।

৩. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে

৪. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে

৫. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে

৬. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে; রাত বাকি আছে ভেবে সুবেহ সাদিকের পর পানাহার করলে। 

৭. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে, ইচ্ছে করে আরও কিছু খেলে

৮. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে

৯. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে

১০. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেয়ার সময়, ভেতরে পানি চলে গেলে। (ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগিরি)।