২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:৩৬:৪৩ অপরাহ্ন


রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ; গ্রেফতার ধর্ষক
মাসুদ রানা রাব্বানী ,রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৫
রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ; গ্রেফতার ধর্ষক রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ; গ্রেফতার ধর্ষক


রাজশাহীর চারঘাটে স্কুলে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে রাস্তা থেকে উঠিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ মামলার আসামী জামাদুরকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটায় মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ধর্ষক মোঃ জামাদুর ইসলাম (৩৮), সে রাজশাহীর চারঘাট থানার সাদিপুর গ্রামের মৃত আব্দুস সালাম ওরফে কালর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, মামলার প্রধান আসামী মোঃ তোজাম্মেল হোসেন উজ্জল ওরফে শ্রাবণ (২৭), সে ছাত্রীর  স্কুলে যাওয়া-আসার পথে প্রায়শই  উত্যাক্ত করতো এবং কু-প্রস্তাব দিত। এক পর্যায়ে গত ২২ জানুয়ারী সকাল ১০টায় গ্রেফতার মোঃ জামাদুর ইসলামের সহায়তায় চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ১নং আসামীর বসতবাড়ীতে নিয়ে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল ওরফে শ্রাবণ এবং মোঃ জামাদুর ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

মামলার পর থেকে র‌্যাবের ব্যপক তৎপরতায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন সিন্দুর কুসুমদী দেউয়ানবাড়ী এলাকা থেকে ধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ জামাদুর ইসলামকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে বৃহস্পতিবার গ্রেফতার আসামীকে চারঘাট থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।