২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:২৩:৩০ অপরাহ্ন


ফিতরাহ সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা
প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৫
ফিতরাহ সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা ফিতরাহ সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা


১৪৪৬ হিজরী সনের সদাকাতুল ফিতর এর হার জন প্রতি সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাজশাহী চেম্বার অব কমার্স মসজিদে উলামা মাশায়েখ পরিষদ রাজশাহী মহানগরীর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ রুহুল আমীন। প্রধান অতিথি: ড. মাওঃ কেরামত আলী।

সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ্ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদী পন্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আমরা রাজশাহী ও পার্শ্ববর্তীর জন্য হিসেব করে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর মূল্য (৮৫-৯০ টাকা হয়) এটা যেহেতু গরীবদের হক সেহেতু আলোচনা সাপেক্ষে ১০০ টাকা ধার্য করা হয়। আর খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য গড় অনুযায়ী ৩৩০০ টাকা প্রদান করতে হবে। চাল দ্বারা ৩৩০ টাকা, যব দ্বারা ৫০০ টাকা, কিসমিস দ্বারা ২০০০ টাকা, পনির দ্বারা ৩০০০ টাকা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আদায় করবেন। উল্লেখিত পন্য বা তার মূল্য দ্বারা আদায় করতে পারবেন।

সভায় উপস্থিত ছিলেন, ড. সাইয়্যেদ মাওঃ শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ মোকাদ্দাসুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ ইয়াহিয়া, মুফতি ওমর ফারুক, অধ্যাপক মাওঃ আব্দুল ওহাব সোহেল, মাওঃ জামিরুল ইসলাম, মুফতি মোশাররফ হোসাইন, হাফেজ মাওঃ হাসান মামুন, হাফেজ রবিউল ইসলাম সহ বিশিষ্ট উলামা মাশায়েখবৃন্দ।

মাওঃ রুহুল আমীন

উলামা মাশায়েখ পরিষদ, রাজশাহী মহানগরী

তেরখাদিয়া, সেনানিবাস, রাজশাহী।

মোবাঃ ০১৭১৬-৩৩৪৭৪৬