২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৭:১৬:৫৪ অপরাহ্ন


জাতীয় পরিচয়পত্র পরিষেবা ইসির অধীনেই রাখার দাবিতে মানববন্ধন
মঈন উদ্দীন:
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৫
জাতীয় পরিচয়পত্র পরিষেবা ইসির অধীনেই রাখার দাবিতে মানববন্ধন জাতীয় পরিচয়পত্র পরিষেবা ইসির অধীনেই রাখার দাবিতে মানববন্ধন


জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের পরিকল্পনার বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা।

মানববন্ধনে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেন, ইসির অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখতে হবে। প্রকল্পের জনবল রাজস্বকরণ করতে হবে। এনআইডি সেবা নিয়ে ষড়যন্ত্র চলছে। নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে একটি গ্রুপ ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, বিগত সরকার এনআইডি সেবাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল, সে চক্রান্ত আবারও শুরু হয়েছে। বিগত সময়ে বিভিন্ন দপ্তর থেকে নাগরিকদের তথ্য চুরির মত ঘটনা ঘটেছে, কিন্তু নির্বাচন কমিশন নাগরিকদের তথ্য সংরক্ষণের সতর্কতার সাথে কাজ করে যাচ্ছে। কর্মসূচিতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ জেলা ও থানা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।