২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৩১:৩১ অপরাহ্ন


জামালপুরে বিদ্যুতের পিলারে ও সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
জামালপুরে বিদ্যুতের পিলারে ও সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু জামালপুরে বিদ্যুতের পিলারে ও সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু


জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর পৌর এলাকার পলাশগড় গ্রামের বিনু মিয়ার ছেলে রুকন (২০) এবং মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাহেতপাড়া গ্রামের কাফি মন্ডলের ছেলে আনিস (২৬)।

স্থানীয়রা জানান, জামালপুর পৌর এলাকার পলাশগড় গ্রামের ছেলে রুকন সকালে বিদ্যুতের পিলারে উঠে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে মেলান্দহ উপজেলায় বোরো ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আনিস মিয়া বাবু (৩৩) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

নিহত আনিস মিয়া ওই এলাকার মোহাম্মদ কাফি মন্ডলের ছেলে। সে বোরো ধান খেতে পানি দিতে গিয়ে সেচ পাম্প ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহীর সময় / এম আর