২০২২ সালে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে একান্ত যাপনের ছবি প্রকাশ্যে আনেন ললিত মোদী। শুধু ছবি দিয়ে ক্ষান্ত হননি সুস্মিতাকে সরাসরি অর্ধাঙ্গিনী বলে সম্বোধন করে বসেন প্রাক্তন আইপিএল কর্তা। সমুদ্রসৈকতে দু’জনের ছবি প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল। যদিও সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন সুস্মিতা। সেই সময় চুপ ছিলেন ললিত। এ বার প্রেম দিবসে নতুন প্রেমিকার সঙ্গে ছবি দিলেন তিনি। লিখলেন, ‘‘২৫ বছরের বন্ধুত্ব সম্পর্কে পরিণত হল।’’
বছর দুয়েক আগেই বিস্তর চর্চা হয়েছে ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা ও ললিতের সম্পর্ক নিয়ে। যদিও ছবি প্রকাশ্যে আসতেই অন্য কথা বলেছিলেন সুস্মিতা। তার ঠিক পরেই হৃদ্রোগে আক্রান্ত হন অভিনেত্রী। তার পরই পুরনো প্রেম ফিরে আসে সুস্মিতার জীবনে। অভিনেতা রোহমন শলের সঙ্গে ফের একসঙ্গে দেখা যায় সুস্মিতাকে। অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখা থেকে যে কোনও অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা যেত রোহমনকে।
যদিও রোহমনের সঙ্গে পুনরায় সম্পর্কের কথা অস্বীকার করেছেন তিনি। সেই অর্থে আপাতত সিঙ্গল সুস্মিতা। তবে নতুন করে প্রেম খুঁজে পেয়েছেন ললিত। পুরনো বন্ধুকেই এ বার নিজের ভ্যালেন্টাইনের তকমা দিলেন। যদিও এর আগে এক বার বিয়ে করেছিলেন ললিত। বেশ কয়েক বছর হল স্ত্রী মারা গিয়েছে। এখন ফের সংসার বাঁধার আশায় প্রাক্তন আইপিএল কর্তা।