২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:৫৫:২৬ অপরাহ্ন


মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৫
মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার মহানগরীর শ্রীরামপুরে ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবায়দুল গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মোঃ ওবায়দুল, নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২ টায় মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ ওবায়দুল (৫২), সে মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মৃত আঃ রহমানের ছেলে।

শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্তদ উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় দুই ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত সাথানে অভিযান চালিয়ে ২৫বোতল ভারতীয় ফেনসিডিল-সহ মাদক কারবারী ওবাইদুলকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও সঙ্গীয় ফোর্স। তবে এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

শুক্রবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।