২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:১২:৪৮ অপরাহ্ন


মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৫
মাহিন্দ্রা-অটোরিকশা সংঘর্ষে নিহত ২


ময়মনসিংহের গফরগাঁওয়ে মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার চান্দরহাটি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে মনিরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার সাতিঙ্গা গ্রামের আব্দুল হামিদ (৪০)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গফরগাঁও থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা ভালুকার দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে গোয়ারী ভাওয়ালিয়াবাজু বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মনিরুল ইসলাম মারা যান।

আহত যাত্রী হামিদ ও অটোরিকশার চালককে আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।