হবিগঞ্জের চুনারুঘাটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর বাবা আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩২) তার দুই সন্তান আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।
স্বজনরা জানায়,পারিবারিক কলহের পর আব্দুর রউফের স্ত্রী আফিজা খাতুন (৩০) তাদের তিন সন্তানের মধ্যে একজনকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। অন্য দুই সন্তান খাদিজা ও আয়েশা তাদের বাবার সঙ্গে ছিলো। আব্দুর রউফ তার দুই সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর আহত অবস্থায় চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রউফকে মৃত ঘোষণা করেন।