২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৭:২০:১২ অপরাহ্ন


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন


সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার চার তলা ওই বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন।

তিনি বলেন, বেলা ১২দিকে এক দল লোক এসে বাড়ির সামনে জড়ো হন। এরপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে আত্মগোপনে থাকার কারণে এ বিষয়ে শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে। তারা বর্তমানে ফায়ার সার্ভিসে ফিরে এসেছেন।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।