২১ মার্চ ২০২৫, শুক্রবার, ০৮:৪৯:৫৪ অপরাহ্ন


নাইজেরিয়ায় স্কুলে বিধ্বংসী আগুন! ১৭ শিশু মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৬-০২-২০২৫
নাইজেরিয়ায় স্কুলে বিধ্বংসী আগুন!  ১৭ শিশু মৃত্যু ছবি: সংগৃহীত


ভয়ংকর কাণ্ড যে হতে চলেছে এদিন স্কুলে আসার আগেও জানত না কেউ। পাশের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে এক লহমায় শেষ সবটা। চিত্‍কার, হাহাকারে ভরেছে চারিদিক। একসঙ্গে অগ্নিদগ্ধ প্রায় ১৭ জন পড়ুয়া। উত্তর নাইজেরিয়ার একটি ইসলামিক স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি। আগুন ছড়িয়ে পড়ার সময় শিশুরা ঘুমন্ত অবস্থায় ছিলেন।

ঘটনায় আরও বেশ কয়েকজন ছাত্র আহত। তাদের চিকিৎসার জন্য জামফারা প্রদেশের কাউরান নামোদা শহরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে সে দেশের পুলিস। পুলিসের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার বলেছেন, বুধবার বিকেলে মৃত শিশুদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রত্যক্ষদর্শী ইয়াহায়া মাহি বিবিসি হাউসাকে বলেন, স্কুলের জায়গার কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছিল।

তিনি আরও বলেন, “যদি দমকলকর্মীরা সময়মতো চলেও আসত, তবুও বাড়ির দিকে যাওয়ার রাস্তা সরু হওয়ায় বাড়িতে পৌঁছনো কঠিন ছিল।” প্রসঙ্গত, স্কুলটিতে প্রায় ১০০ জন পড়ুয়া ছিল। বিভিন্ন গ্রাম থেকে এখানে পড়তে এসেছিল তারা।